যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার অন্যতম সামাজিক সংগঠন “দনিয়া ফ্রেন্ড সার্কেল” এর আয়োজনে গরীব দুঃখী, পথশিশু ও মেহনতী প্রায় ১৫০ মানুষের মাঝে ইফতার বিতরন করা হয় ।
জানা যায়, গত ১লা মার্চ, ২০২৩ (শনিবার) বিকেল ৫ টায় দনিয়া কলেজ প্রাঙ্গনে জননেতা আলহাজ্ব এমদাদুল ফেরদৌস এর সার্বিক সহযোগিতায় ও উপস্থিতিতে এই আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে গরীব দুঃখী, পথশিশু ও মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরন করেন আলহাজ্ব এমদাদুল ফেরদৌস ও “দনিয়া ফ্রেন্ড সার্কেল” এর সদস্যবৃন্দ ।
পরবর্তীতে উক্ত আয়োজন সফলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দনিয়া কলেজের প্রাক্তন ছাত্র ও “দনিয়া ফ্রেন্ড সার্কেল” এর সদস্য এস এইচ সম্রাট এর সার্বিক পরিচালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো বিশেষ ভুমিকায় ছিলেন দনিয়া ফ্রেন্ড সার্কেল সদস্য- কাজী সিয়াম, আরিয়ান, রিফাত, সাইম, নাঈমুর, সাজ্জাদ, অয়ন, সজীব, আরিফসহ আরো সেচ্ছাসেবী (ভলেন্টিয়ার) সদস্যরা।