সোমবার, ২৩ জুন ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের ছোঁয়ায় প্রতি সপ্তাহে সাশ্রয় হচ্ছে ১০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:১৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের ছোঁয়ায় প্রতি সপ্তাহে সাশ্রয় হচ্ছে ১০ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের ছোঁয়ায় প্রতি সপ্তাহে সাশ্রয় হচ্ছে ১০ বিলিয়ন ডলার

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে ধনকুবের ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির (ডোজ) দায়িত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে প্রতি সপ্তাহে গড়ে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলার সাশ্রয় হচ্ছে বলে দাবি করছে এ সংস্থা।

বিট্রিশ গণমাধ্যম বিবিসিকে ট্রাম্প বলেছেন, ‘আমরা প্রায় ২০০ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলছি এবং এটা দ্রুত বাড়ছে।’

ডোজের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তারা আগের প্রশাসনের করা চুক্তি, অনুদান ও লিজ বাতিল করছে। পাশাপাশি জালিয়াতি মোকাবিলা ও সরকারি কর্মী সংখ্যা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ডোজের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় তারা ইতোমধ্যে ১৬ হাজার কোটি ডলার সাশ্রয় করেছে। খরচ কমাতে এর মধ্যে ১৮ হাজার ৩৯৩টি পদক্ষেপ নিয়েছে তারা।

ডোজের সাশ্রয়ের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে বিবিসি। সাশ্রয়ের ঘটনায় ওয়েবসাইটের তথ্যে ঘাটতি রয়েছে বলে জানিয়েছে তারা।

গত অক্টোবরে ফেডারেল সরকারের বাজেটের দুই লাখ কোটি মার্কিন ডলার সাশ্রয়ের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। পরে অবশ্য তিনি লক্ষ্য কমিয়ে ২০২৬ সালের শেষ নাগাদ ১৫ হাজার কোটি ডলার সাশ্রয়ের কথা বলেন। জালিয়াতি রোধ ও অপচয় রোধ করে ১০ এপ্রিল পর্যন্ত তারা ১৫ হাজার কোটি ডলার সাশ্রয় করেছে বলে দাবি করেছে।

সবশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট ছিল ছয় লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার।

ডোজের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করে তা বিশ্লেষণ করেছে বিবিসির বিশেষজ্ঞরা। ডোজের তথ্যে ভুল রয়েছে বলে জানিয়েছে তারা। একই কথা বলছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমও। ডোজের দাবি, একটি অভিবাসন সংক্রান্ত চুক্তি বাতিল করে তারা ৮০০ কোটি ডলার সাশ্রয় করেছে। কিন্তু প্রকৃত চুক্তির মূল্য ছিল মাত্র ৮০ লাখ ডলার।

ভুল তথ্য নিয়ে ব্যাখাও দিয়েছে ডোজ। তারা বলছে, এখন পর্যন্ত তারা মোট সাশ্রয়ের ৩০ শতাংশের জন্য প্রমাণ প্রকাশ করা হয়েছে। কিছু তথ্য আইনি কারণে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL