নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযানে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক ইয়াবা ও পিস্তলের তাঁজা গুলি উদ্ধার।
(রবিবার) ৮ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর দিক নির্দেশনায়, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাধীন, দক্ষিণ বিশিল মিরপুর-১, রোড নং-৭, ১৬৭ নং বাসার ৬ষ্ঠ তলায় নুরে আলম ওরফে তুহিন মাহমুদ এর বাসায় অভিযান পরিচালনা করে নুরে আলম ওরফে তুহিন মাহমুদ (৩৭) ও মোঃ রনি (২৯)কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ও ৫ রাউন্ড পিস্তলের তাঁজা গুলি এবং ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) ও অস্ত্র আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।