সম্প্রতি এক বিশাল ডেটা লিকে প্রায় ১৬ বিলিয়ন লগইন তথ্য (যেমন: ইমেইল, পাসওয়ার্ড, ফেসবুক, গুগল, অ্যাপল অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি) ইন্টারনেটে ফাঁস হয়েছে। একে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ব্রিচ। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই তথ্যগুলো মূলত Infostealer Malware দ্বারা সংক্রমিত ডিভাইস থেকে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, পূর্বের বিভিন্ন ডেটা ব্রিচ, ফিশিং আক্রমণ ও অন্যান্য সাইবার হামলার মাধ্যমেও এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই বিপুল পরিমাণ তথ্য হ্যাকারদের কাছে সহজলভ্য এবং এটি ভয়াবহ credential stuffing বা অ্যাকাউন্ট হাইজ্যাকের ঝুঁকি তৈরি করছে।
## ঝুঁকি কী? – আপনার ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইতিমধ্যে ফাঁস হয়ে থাকতে পারে। – যদি আপনি একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন, তাহলে আপনার একাধিক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা আছে।
## করণীয় (Mitigation Steps) গুগল ইউজারদের পাসওয়ার্ড চেঞ্জ করার পরামর্শ দিয়েছে।
1. পাসওয়ার্ড পরিবর্তন করুন: অফিস ও ব্যক্তিগত সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখনই আপডেট করুন। নতুন পাসওয়ার্ড যেন শক্তিশালী ও আলাদা হয়। প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যাবহার করুন।
2. পাসওয়ার্ড পুনঃব্যবহার বন্ধ করুন: এক পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার করবেন না।
3. Two-Factor Authentication (2FA) চালু করুন: ফেসবুক, গুগল, মেইল, অফিস অ্যাকাউন্টে 2FA বাধ্যতামূলক করুন।
4. ম্যালওয়্যার স্ক্যান করুন: অফিস ও বাসার কম্পিউটারে ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে সম্পূর্ণ স্ক্যান করুন।
5. সতর্ক থাকুন ফিশিং ইমেইলের বিরুদ্ধে: সন্দেহজনক ইমেইল, লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না। 6. অন্যান্য সাইটের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে gmail, facebook, github ও অফিস একাউন্টের এর সাথে সামঞ্জস্যপূর্ণ পাসওয়ার্ড ব্যাবহার করবেন না।