নির্বাচকের দায়িত্ব নেওয়ার ছয় মাস পরই পদ থেকে সরে দাঁড়ালেন ইউসুফ। গত মার্চে নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন তিনি। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাত সদস্যের যে কমিটি করে দেন, সেটির সদস্য ছিলেন ইউসুফ।
হঠাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ। রোববার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান সাবেক এই ক্রিকেটার।
এক্সে দেওয়া এক বার্তায় ইউসুফ লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দারুণ এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। আমাদের ক্রিকেটারদের তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস আছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা করছি।’
ইউসুফের পদত্যাগ বিষয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচক কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ ইউসুফকে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে পিসিবি। ইউসুফ হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চালিয়ে যাবেন।’