সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের ৪৮ রিজোর্ট, পর্যটন গন্তব্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের ৪৮ রিজোর্ট, পর্যটন গন্তব্য বন্ধ
সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের ৪৮ রিজোর্ট, পর্যটন গন্তব্য বন্ধ

গত সপ্তাহের প্রথমদিকেও পেহেলগাম শহরের বাজারগুলো পর্যটকদের ভীড়ে ঠাসা ছিল, কিন্তু এখন পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জম্মু ও কাশ্মীরের সরকার সন্ত্রাসী হামলার পর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলটির অন্তত ৪৮টি রিজোর্ট এবং অর্ধেকের বেশি পর্যটন গন্তব্য বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হয়। এরপর মঙ্গলবার ওই রিজোর্ট ও পর্যটন গন্তব্যগুলো বন্ধ করার সিদ্ধান্ত আসে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের শান্ত উপত্যকা ও মনোরম পর্বতের জন্য খ্যাত অন্তত ৪৮টি রিজোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বুদগামের দুধপত্রী, অনন্তনাগের ভেরিনাগের মতো বেশ কয়েকটি পর্যন্ত গন্তব্যও পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে।

কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন। কিন্তু ওই সন্ত্রাসী হামলার পর পর্যটকদের মধ্যে কাশ্মীর ছাড়ার হিড়িক পড়েছে, অনেক পর্যটক তাদের আসন্ন ভ্রমণ সূচী বাতিল করেছেন। এই পরিস্থিতিতে কাশ্মীরের পর্যটন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হল।

এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবারের আগেও পেহেলগাম শহরের বাজারগুলো পর্যটকদের ভীড়ে ঠাসা ছিল, কিন্তু এখন পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, পর্যটনের এই হঠাৎ পতন তাদের আয়ের উৎস ও জীবনযাপনে বড় ধরনের প্রভাব ফেলবে। গত সপ্তাহে হয়ে যাওয়া ভয়াবহ হামলার ধাক্কা শহরটি এখনও সামলে নিতে পারেনি। পেহেলগাম শহরের বাসিন্দারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হতাহতদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপের আহ্বান জানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, “কাশ্মীরের জনগণ নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছে। মানুষকে বিচ্ছিন্ন করে এমন যে কোনো অপ্রয়োজনীয় পদক্ষেপ এড়িয়ে চলতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL