শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি যশোর ও নোয়াখালী কর্তৃক মাদক গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা বিমানবন্দর ও দিনাজপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট Logo ৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল Logo ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করলো ইসরাইল, সউদী আরবের নিন্দা Logo ডিএনসি ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ উত্তর-দক্ষিণ ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ইসরায়েলি হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখা হবে না: খামেনি

যে কারণে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর প্রাপ্য

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন
যে কারণে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর প্রাপ্য
যে কারণে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর প্রাপ্য

ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর জেতাটা এখন শুধুই সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। বড় কোনো নাটকীয়তা না ঘটলে আগামী সোমবার ব্রাজিলিয়ান উইঙ্গারের হাতেই ব্যালন ডি’অর ট্রফি দেখছে সবাই।

রিয়াল মাদ্রিদও নাকি নিজেদের ব্যালন ডি’অর–জয়ী ফুটবলারকে বরণ করে নেওয়ার প্রস্ততি সেরে রেখেছে। এখন প্যারিসের পোডিয়ামে নামটা উচ্চারিত হওয়ার অপেক্ষা। প্রশ্ন হচ্ছে, কীভাবে ব্যালন ডি’অর জয়ে বাকিদের ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস?

২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যালন ডি’অরকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়টাতে এ দুজনের কেউ একজন ট্রফিটি জিততে যাচ্ছেন, তা একরকম অবধারিতই ছিল। ২০১৮ সালে লুকা মদরিচের হাত ধরেই ভাঙে এই ধারা। এখন মেসি কিংবা রোনালদোর কেউই ইউরোপে খেলেন না। মেসি খেলছেন ইন্টার মায়ামিতে এবং রোনালদো সৌদি প্রো লিগে।

এবারের ব্যালন ডি’অরের আলোচনাতেও তাঁদের নাম নেই। ব্যালন ডি’অরের আলোচনায় শুরু থেকে ভিনিসিয়ুস ছাড়া অন্যদের মধ্যে আছেন রদ্রি, জুড বেলিংহাম এবং দানি কারভাহাল। কিন্তু নানা হিসাবের পর সেটি নেমে আসে ভিনি এবং রদ্রির মধ্যে। শেষ মুহূর্তে এসে অবশ্য পাল্লা ভারী হয়েছে ভিনিসিয়ুসেরই। তাঁর হাতেই এখন ব্যালন ডি’অর দেখছেন বেশির ভাগ ফুটবলপ্রেমী।

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হবে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ের পারফরম্যান্স। অর্থাৎ একজন ফুটবলারের এই সময়কালীন পারফরম্যান্সকেই শুধু ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। যে কারণে চলতি মৌসুম কে কীভাবে শুরু করেছেন, তা একেবারেই বিবেচ্য হবে না।

এরপরও অবশ্য কিন্তু আছে! যেহেতু ব্যালন ডি’অরে ভোট একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক, সে ক্ষেত্রে রদ্রির চোট এবং বেলিংহামের ছন্দহীনতার বিপরীতে ভিনিসিয়ুসের বর্তমান পারফরম্যান্স নিশ্চিতভাবেই তাঁকে ভোট আদায়ে এগিয়ে রাখবে। গত মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করলেও ভিনিসিয়ুস ছিলেন রীতিমতো অনবদ্য।

বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বারবার নিজেকে মেলে ধরেছেন এই উইঙ্গার।
সাম্প্রতিক সময়ে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন ভিনিসিয়ুস। গত কয়েক মৌসুমের পারফরম্যান্স দিয়েই এই ধারণা প্রতিষ্ঠা করেছেন ভিনি, যা এবারও অটুট আছে। ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করা ম্যাচটি তো অনেক দিন মনে রাখার মতো। বিশেষ করে শেষ দুটি গোল মৌসুমের সেরা গোলের তালিকায় থাকার মতো।

এর আগে গত মৌসুমেও দলের যখন প্রয়োজন হয়েছে,জ্বলে উঠেছেন ভিনিসিয়ুস। লা লিগায় রিয়ালের হয়ে ২৬ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ৬ গোলে। একই মৌসুমে ভিনিসিয়ুসের মতো বেলিংহামও কিন্তু ভালোই করেছেন। এমনকি গোলের দিক থেকে বেলিংহাম কিন্তু ভিনির চেয়ে এগিয়ে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL