সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ১৮৪০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ১৮৪০০ পিস ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ১৮৪০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ডিএনসি কক্সবাজার কর্তৃক ১৮৪০০ (আঠারো হাজার চার শত) পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার, পলাতক ১।

জানা যায়, (সোমবার) ১২ই মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে, একটি রেইডিং টিম সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালীবাজারস্থ টেকনাফ কক্সবাজার সড়কে অভিযান পরিচালনা করে জাকির হোসেন (২১), পিতাঃ মৃত নাসিম উদ্দীনকে দন্ডায়মান অবস্থায় ৮৪০০ (আট হাজার চারশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে,  রাত সাড়ে ১১টার দিকে রামু থানাধীন খুনিয়াপালং ইউপি, ১ নং ওয়ার্ড এর দরিয়াদীঘীর খুরশিদ আলমের বসতঘরে অভিযান পরিচালনা করে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা এবং ৩টি মোটর সাইকেল উদ্ধার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে খুরশিদ আলম (৪৩) পালিয়ে যায়।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার গোপন তথ্য আমাদের হাতে আসার পরে এই অভিযান পরিচালনা করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL