নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক তাঁজা গুলি, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদককারবারী গ্রেফতার।
জানা যায়, (রবিবার) ১৩ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর সমন্বয়ে, কোতয়ালী সার্কেলের পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজধানীর শান্তিনগরের চামেলীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা, ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ অর্থ ১,৪৫,০০০ (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ২১ (একুশ) রাউন্ড তাঁজা গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার পূর্বক শান্তিনগর এলাকার চিহ্নিত মাদককারবারী মোঃ ফয়সাল (৩৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করে। এ বিষয়ে অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মো: ফয়সাল (৩৩)-কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি একটি সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে আসামী মো: ফয়সাল ম্যাগজিন ও গুলি ক্রয় করে। একটি অস্ত্র কেনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। চিহ্নিত ইয়াবা কারবারী মো: ফয়সাল (৩৩) মূলত এলাকায় মাদক ব্যবসায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে রমনা মডেল ও পল্টন থানায় মোট ৬টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া বাদী হয়ে শান্তিনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) ও অস্ত্র আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন ।