নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২।
(সোমবার) ২৩ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, যশোর ‘খ’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার মনিরামপুর থানাধীন জয়পুর পশ্চিম পাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রাজ্জাক (৩৬)কে নিজ দখলীয় বসতঘর হতে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে ‘খ’ সার্কেল উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে যশোর মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি মামলা দায়ের করেন।
এছাড়াও (রবিবার) ২২ই সেপ্টেম্বর, ২০২৪ ‘খ’ সার্কেল কর্তৃক যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সালাম (৪৬) কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি মামলা দায়ের করেন।