বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন তরফদার রুহুল আমিন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাবিথ আউয়াল।
সম্প্রতি টানা চার বারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচনে আর প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পরদিনই ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দেন। এর সপ্তাহ খানেক বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে একই পদে হেরে যান। এবার সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, “বাফুফে নির্বাচনে আমি সভাপতি নির্বাচন করতে আগ্রহী। ফুটবল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। এটা আসলে আনুষ্ঠানিকতা হবে তখন যখন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করব।”
ফুটবলকে সামনে এগিয়ে নিতে পারবেন, নিজের ওপর এমন বিশ্বাস রয়েছে জানিয়ে তাবিথ বলেন, “নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনি প্রতিশ্রুতির ব্যাপারে জানাব। নির্বাচনি ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। ফুটবলকে পরের ধাপে নিতে পারব আশা করি।”
ঐকমত্যের প্যানেল হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তাবিথ জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে স্বাগত জানাবেন তিনি।
ব্যবসায়ী তাবিথ আউয়াল বিএনপির জাতীয় কমিটিতেও রয়েছেন। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুইবার। ফুটবল সংগঠক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে।