নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিত অভিযানে আবারো ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) ও যশোর কর্তৃক গাঁজা উদ্ধার
(বৃহস্পতিবার) ১২ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী থানাধীন বাদামতলী ১নং গেইটে অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারীর গড ফাদার মোঃ আজিম (৪০)কে ৩০০টি গাঁজার পুড়িয়া (৬০০ গ্রাম) গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁঞা বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
অপর অভিযানে (বৃহস্পতিবার) ১২ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক কোতয়ালী মডেল থানাধীন চাউলিয়া পূর্ব পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সাইদুর ইসলাম (৪৪) কে ২ (দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক এস, এম, শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।