নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান অত্যাধুনিক মাদক কুশ, হ্যাপি ড্রাগ, টেট্রাহাইড্রোক্যানাবিনল, সিশা ও ইয়াবা উদ্ধার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপপরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে ও সহকারী পরিচালক রাহুল সেনসহ ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সার্কেলের সদস্যের সমন্বয়ে একাধিক চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণীর একদল তরুন দেশের বাইরে থেকে অত্যাধুনিক মাদক দেশে এনে সম্ভাবনাময় তরুন সমাজের মাঝে বিভিন্ন কৌশলে বিক্রি করার কাজে নিয়োজিত কয়েকটি চক্ররের সদস্যদের (শুক্রবার) ১৮ই অক্টোবর, ২০২৪ গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি/হ্যাপি ড্রাগ (MDMA), ট্রেট্টাহাইড্রোকানাবিনল (THC) VAPE CARTRIDGE, সিশা ও ইয়াবাসহ ৭(সাত) জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, তারা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে ভয়ংকর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়।
আসামীদের নামঃ
১। সৈয়দ আনিম আশরাফুল হক (২৭),
২। মিজানুর রহমান (৪১),
৩। মোঃ মাসুদুর রহমান (৫৬),
৪। অরিন্দম রায় (২৮),
৫।তুফাইল আহাম্মদ (৬১),
৬। মোহাম্মদ শোয়াইব (৩০),
৭। মোহাম্মদ আহম্মদ (২০)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
০১। কানাডা থেকে আমদানীকৃত টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক যার বাণিজ্যিক নাম কুশ-৭৭২ (সাতশত বাহাত্তর) গ্রাম।
২। যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদকদ্রব্য MDMA যাহার বাণিজ্যিক নাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ ১৫০ (একশত পঞ্চাশ) পিস, যাহার ওজন- ৭০ (সত্তর) গ্রাম।
৩। কানাডা থেকে আমদানিকৃত মাদকদ্রব্য টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) VAPE CARTRIDGE ০৫ (পাঁচ) টি, যাহার ওজন-০৫ (পাঁচ) মিলি।
৪। হাল ফ্যাশনের অভিজাত মাদক সিশা-৩৯(উনচল্লিশ) কেজি সিশা।
৫। ইয়াবা-৩০০০ (তিন হাজার) পিস।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ও উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ৩টি পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।