সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের Logo জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীর সংখ্যা বাড়ানোর আহ্বান ড. ইউনূসের Logo অন্তর্বর্তী যুদ্ধবিরতি নয়, পূর্ণাঙ্গ চুক্তি চায় হামাস Logo অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি Logo বিসিবিতে দুর্নীতি ও পাতানো খেলা নিয়ে কড়া বার্তা দিলেন ফারুক Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী, বগুড়া ও ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo পুলিশ সদস্য হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন Logo সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী গোয়েন্দা কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার

গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন
গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন
গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। তবে এই ম্যাচ ঘিরে আছে নিরাপত্তার হুমকি। যেই হুমকি দূর করে ম্যাচটি ভালোভাবে শেষ করতে ২৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই।

মূলত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, এমন অভিযোগে বাংলাদেশ দলের ওপর হামলা চালানোর ঘোষণা দেয় অখিল ভারত হিন্দু মহাসভাসহ বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের ম্যাচটি বাতিল করতে বিক্ষোভও করে তারা। যার প্রেক্ষিতেই সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

ম্যাচ সামনে রেখে গোয়ালিয়রে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে দর্শক ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে ২ হাজার ৫০০’র বেশি পুলিশ।

বাংলাদেশ দলের খেলা বাতিল করতে কট্টরপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে হুমকি আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। এবার জানা গেছে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি যে দুটি হোটেলে খেলোয়াড়েরা বুধবার থেকে অবস্থান করছেন, সেগুলোকেও ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার নিশ্চিদ্র চাদরে।

এ বিষয়ে কথা বলেছেন গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা। তিনি বলেছেন, ‘ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও চোখ রাখছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL