নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। মাদক কারবারীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছে প্রতিনয়ত। এবার ফুলের ঝাড়ুতে মিলল ৪০০০ পিস ইয়াবা।
(মঙ্গলবার) ২৯শে জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চকরিয়া থানাধীন চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ডুলহাজারা বাজারস্থ রাস্তার উপর মো: আবু সুফিয়ান (২৯) কে ৪ টি ফুলের ঝাড়ুর ভিতর কৌশলে লুকায়িত অবস্থায় ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, মাদককারবারীরা প্রতিনিয়তই নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, নতুন কৌশলে ইয়াবা পাচার হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।