বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশের পর এবার প্রকাশ্যে এলো কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কলেজটির ছাত্রশিবিরের একাংশ।
এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকি আমাতুন মুগনি এবং শাখা ছাত্রশিবিরের নেতারা।জানা যায়, ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বায়জিদ মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের হাসানুল বান্না জিসান।
এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুল্লাহ আল জুবায়ের এবং প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ খান ফাহিম।
আত্মপ্রকাশের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ক্যাম্পাসে চাই ছাত্র রাজনীতির সংস্কার। আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল ও সকলের সহাবস্থানেই কাজ করতে চাই। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও সুস্থ রাজনীতি চর্চা করে রাজনীতি সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করতে চাই। ছাত্র রাজনীতি হোক জ্ঞানের পাঠশালা। আমরা আর কোনও ফ্যাসিবাদ দেখতে চাই না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা কাজ করতে চাই।
অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্রশিবিরেন নেতারা কলেজ ও ছাত্রাবাসের উন্নয়নসহ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ২৬টি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়ন, আধুনিক লাইব্রেরি ও উন্নত ল্যাব স্থাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা, শহীদদের স্মরণে ভবন নামকরণ।