রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

ইসরাইলের ১৫০ স্থাপনায় আঘাত হেনেছে ইরান

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
ইসরাইলের ১৫০ স্থাপনায় আঘাত হেনেছে ইরান
ইসরাইলের ১৫০ স্থাপনায় আঘাত হেনেছে ইরান

ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।

শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা এ তথ্য জানান।

তার ভাষায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশন পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-৩ অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে’।

ইসরাইলের কৌশলগত ওইসব লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।

বিশেষ করে নেভাতিম বিমানঘাঁটি ও ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে কমান্ড ও নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরাইলের ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল। পাশাপাশি ইরানে যেসব ঘাঁটি থেকে আগ্রাসন চালানো হয়, তার মধ্যে এদুটি ঘাঁটিও অন্যতম’।

এছাড়া তেলআবিব শহরের কাছে অবস্থিত ইসরাইলের তেল নফ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।

আইআরজিসি কমান্ডারের মতে, ইরানের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক-শিল্প কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের পালটা হামলায় ইসরাইলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

সবশেষ খবর অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে।

অন্যদিকে ইরানও বলেছে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচির বলেন, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এ সংঘর্ষ শেষ হবে না। ইসরাইলে হামলা অব্যাহত থাকবে। আর এ পদক্ষেপ হামলাকারীদের (ইসরাইল) জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।’ সূত্র: মেহের নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL