রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কী আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক / ৭২ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কী আলোচনা হলো
সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কী আলোচনা হলো

সরকারকে সঠিক পথে রাখতে করণীয় নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন নেতারা। এছাড়া বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে। কী কী করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যুগপৎ আন্দোলনের অন্য শরিক দল ও জোটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেক বিষয়ে একমত হয়েছি। মানুষের কল্যাণে যেসব কাজ করা উচিত তাতে কারও দ্বিমত থাকার কারণ নেই। আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন সব সময় সরকারবিরোধী হবে এমন কথা নেই। যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন একসঙ্গে করতে পারি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে; কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই নির্বাচন হবে। তার জন্য মিনিমাম সময় তো লাগবে। কিন্তু আমরা মনে করি না সে সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না।

১২ দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মুহাম্মদ ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মাওলানা শওকত আমিন, ইসলামিক পার্টির আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির ইমরুল কায়েস।

পৃথক আরেক বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, জুনায়েদ আল-হাবীব, আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব তাফাজ্জল হক আজীজ, আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL