নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, উদ্ধার বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার।
(বৃহস্পতিবার) ২৬ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ও নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে, মোঃ বজলুর রহমান, উপপরিচালক (অপারেশনস্) ও সহকারী পরিচালক রাহুল সেনসহ ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর ২৬ সদস্যের একটি চৌকশ টিম উত্তরা পশ্চিম থানাধীন ৩৯, গরিব-ই-নেওয়াজ এভিনিউস্থ সেক্টর- ১৩, উত্তরার কিং ফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেফটি ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ জব্দ করা হয়। ২২৮টি কাঁচের বোতল TEQUILA EL CHARU, ২৪ কাঁচের বোতল CHIVAS, ১৫টি কাঁচের বোতল THE GLENILIVET WHISKY, ১০২ কাঁচের বোতল SMIRNOFF VODKA, ১৯২টি কাঁচের বোতল ABSOLUT VODKA, ৮৪ টি কাঁচের বোতল GLEN MORAY, ১০২টি কাঁচের বোতল BLACK LEVEL, ১২টি কাঁচের বোতল WILLIAM LAWSONS, ২৪ টি কাঁচের বোতল STALINSKAYA, ১২টি বোতল GRANTS, ১৬৪টি কাঁচের বোতল BEEFEATER, ১২টি কাঁচের বোতল CLAYMORE, ৩০টি কাঁচের বোতল GILEBEYS, ২৪টি কাঁচের বোতল NIMIROF, ৩৬টি কাঁাচের বোতল GORDONS, ২২টি কাঁাচের বোতল JACK DENIEL, ২৪টি কাঁচের বোতল KING ROBERT, ৯টি কাঁচের বোতল MONKEY SHOULDER, ৮টি কাঁচের বোতল GRAND MACNISH, ৭২টি কাঁচের বোতল TEQUILA ORENDAIN, সর্বমোট ১২০৮টি কাঁচের বোতল, ৭২ ক্যান Heineken BEER, ৩৩৬ ক্যান HUNTER BEER, ৪৪৬ ক্যান ROYAL DUTCH BEER, সর্বমোট ৮৫৪ ক্যান, জানা যায়,
এই অপরাধ চক্রের মূলহোতা কিংফিসার রেস্টুরেন্ট এবং লেকভিউ রেস্টুরেন্ট বার এর মালিক মোঃ মোক্তার হোসেন। আসামীদ্বয় দেশের বাহিরে থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
এছাড়াও এ চক্রের সদস্য মোঃ এমরান হোসেন প্রকাশ বাবু (৪১), পিতা- মোঃ আবদুল মতিন গাজি, মোঃ আলমগীর কবির (৪০), পিতা- গোলাম রববানীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং অপর আসামী মোঃ সেলিম আলী (৩৯), পিতা- মোঃ আবুল হোসেন বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়। এ অপরাধী চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গে ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যাবসা পরিচালনা করে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্নকভাবে বিষিয়ে তুলেছে মর্মে স্থানীয় লোকজন অভিযোগ করে এবং অভিযানের বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেফতার করায় আনন্দ উল্লাস করে।