নিজস্ব প্রতিবেদকঃ মাদককারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজা উদ্ধার।
(বৃহস্পতিবার) ১৯শে ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক খোরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক আবদুল আল মামুন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন, ৩২২/এ দক্ষিণ যাত্রাবাড়ী, হোসনে আরা প্লাজায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে সালাউদ্দিন (৩৬)কে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক আবদুল আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বুধবার) ১৮ই ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর দিক নিদের্শনায়, মিরপুর সার্কেলের পরিদর্শক, মোহাম্মদ ইব্রাহিম খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা পল্লবী থানাধীন কালশী মোড়, বাউনিয়াবাধ, রোড নং ১, বাসা নং ১, সেকশন-১১, ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা ও গাঁজা বহনকৃত একটি প্রাইভেটকারসহ মোঃ আবুল বাশার (৩৮), পপি আক্তার (২৫) ও তানিয়া আক্তার (২২)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই গাঁজা কসবা উপজেলার সীমান্তবর্তী ভারতের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে। পরবর্তীতে সংগ্রহিত গাঁজা ঢাকা মেট্রোপলিটনসহ পাশ্ববর্তী এলাকা সরবরাহ করতো। আসামীদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।