নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে গ্রেফতার ৪
(শনিবার) ২১ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (উত্তর) এর উপপরিচালক মোঃ শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে,এর সহকারী পরিচালক রাহুল সেন এর দিক নির্দেশনায়, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মোহাম্মদপুর থানাধীন ৬৫/জি বাঁশবাড়ি মেইন রোডস্থ নজরুল অটোমোবাইল ওয়ার্কস নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ কাল্লু ওরফে দাঁত ভাঙ্গা কাল্লু (২৭)কে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে । একই টিম মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিং রোড নং-১, দোকান নং- ৬/৪/৫ রাজমহল কসমেটিকস নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ জসীম মুন্সী (৩৯)কে ১০০ ( একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পস্থ আসলাম বিতান নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নুরুদ্দিন (২৭) ও মোঃ জীবন (২২) ৪০ (চল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।