নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক মাদকের বিরুদ্ধে জোড়ালো অভিযানে বনানীর সুইট ড্রিম হোটেল থেকে বিদেশি মদসহ গ্রেফতার ৫
(বৃহস্পতিবার) ১৯ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস্ ও গোয়েন্দা), তানভীর মমতাজ এর সার্বিক নিদের্শনায় ও ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ ও সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বনানী থানাধীন ৬০ কামাল আতার্তুক এভিনিউস্থ বহুতল বিশিষ্ট হোটেল সুইট ড্রীম প্রাইভেট লিমিটেড নামীয় আবাসিক হোটেলের বেজমেন্ট ও ৬ষ্ট তলার সিড়ি সংলগ্ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির নগদ অর্থ ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়। এসময় হোটেলটির ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে হয়েছে।
গ্রেপ্তারকৃরা হলেন– মো. আলমগীর হোসেন (৫৩), মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মন্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপপরিচালক শামীম আহম্মেদ।
পরিচালক তানভির মমতাজ বলেন, যেসব জায়গায় অবৈধ নেশা জাতীয় দ্রব্য থাকবে সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।