মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কর্তৃক ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো কর্তৃক ইয়াবা উদ্ধার
(মঙ্গলবার) ৯ই সেপ্টেম্বর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে সাগর সরদার (২৫)কে ৩,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী এবটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।