মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও নোয়াখলী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ২:৪২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও নোয়াখলী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও নোয়াখলী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈদের মধ্যেও থেমে নেই মাদক কারবারীদের দৌরাত্ম্য। মাদক মুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ও নোয়াখলী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

(মঙ্গলবার)১০ই জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বাকলীয়া থানাধীন শাহ আমানত সেতু এর পূর্ব পার্শ্বে পূরবী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে শেখ মোহাম্মদ(৩১)কে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গত ৩ বছর লাকসাম শহরের পশ্চিমগাঁও একটি মসজিদের প্রধান ইমামের দায়িত্ব পালন করে আসছে বলে সে জানায়। ঐ মসজিদের সহকারী ইমাম সেলিম ও মোয়াজ্জিন সোনা আলীসহ তিনজনই রোহিঙ্গা বলে তিনি জানান। লাকসামে আসা-যাওয়ার মাঝে তিনি ইয়াবা পাচার করেন, সে কক্সবাজার থেকে তার কর্মস্থল লাকসামে যাচ্ছিলো, তখনই তাকে উক্ত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

এদিকে (মঙ্গলবার)১০ই জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখলীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী টু লক্ষ্মীপুর মহাসড়কস্থ কেন্দুরবাগ বাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে ফুড ফরেস্ট নামীয় চাইনিজ রেস্টুরেন্ট এর সামনে রাস্তা উপর অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ মোঃ ইব্রাহিম (৩৩)কে হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদক কারবারী মোঃ ইব্রাহিম (৩৩) দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে সে বিভিন্ন জেলায় মোটরসাইকেল করে মাদক ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে দিয়ে আসছে। এবারও সে লক্ষ্মীপুর জেলায় গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলা রয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।  আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL