নিজস্ব প্রতিবেদক: মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধ পরিকর। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক বিপুল পরিমান বিদেশী মদসহ গ্রেফতার ১।
জানা যায়, (মঙ্গলবার) ২০ই মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ৪৯ শরাফৎগঞ্জ লেন গেন্ডারিয়ায় মো: সজল এর বসতঘরে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৫ (একশত পয়তাল্লিশ) বোতল বিদেশী মদ ও ১০৬ (একশত ছয়) বোতল ক্যান বিয়ারসহ মো: সজল (৩৪), পিতা: সেলিম রেজাকে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম বলেন, আসামী গত ৫-৬ মাস যাবত এই ব্যবসা করে আসছে । উক্ত মালামাল গুলশান এলাকা থেকে সংগ্রহ করে তার বাসায় সংরক্ষণ করত। আসন্ন ঈদ উপলক্ষে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধ পরিকর। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।