নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো ডিএনসি খুলনা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
জানা যায়, (বুধবার) ১৪ই মে, ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করে মাদক পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক জাহানারা খাতুন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, খুলনা জেলার রূপসা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের যাবুসা এলাকায় (সেতু টোল প্লাজার পূর্ব পাশে) অভিযান পরিচালনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো সংযুক্ত একটি সিলভার রং এর প্রাইভেট কার তল্লাশি করে ৮০ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদসহ মোহাম্মদ আব্দুর রহিম শরিফ (৫৩) ও ড্রাইভার মোঃ ওহাব শিকদার (৬০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শুক্রবার) ১৬ই মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে, র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর সহযোগিতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারস্থ ন্যাশনাল হাসপাতালের সামনে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ বাবুল ওরফে বাবুল হোসেন (৩০), মোঃ মোস্তফা (৪৩)কে ৬ কেজি গাঁজা, ২টি সিএনজি, ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে ) খোরশেদ আলম পালিয়ে যায়। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মোঃ বাবুল ওরফে বাবুল হোসেন (৩০) ও মোঃ মোস্তফা (৪৩) দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে সিএনজি ড্রাইভার সেজে নিজেরাই নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় মাদক পাচার করে আসছে। মোঃ বাবুল ওরফে বাবুল হোসেন (৩০) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ও মোঃ মোস্তফা (৪৩) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। কুমিল্লা সীমান্ত থেকে নিজেরাই গাঁজা কিনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের গাঁজা ব্যবসায়ীদের নিকট পৌছে দিত তারা। এই চক্রের অপর সদস্য সিএনজি চালক খোরশেদ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে। আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।