নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক গাঁজা উদ্ধার, এসময় গ্রেফতার ১
(বৃহস্পতিবার) ১লা মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী বাইপাস সংলগ্ন উপকূল বাস কাউন্টার এর সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের উপর (ঢাকা মেট্রো-ব-১২-২২৬৭নং) উপকূল নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজাসহ শাহিন মো: মনির (৩৩) কে হাতেনাতে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সংশোধিত ২০২০ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।