নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩।
(রবিবার)২৩শে মার্চ, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, একটি টিম অভিযান পরিচালনা করে , মোঃ হারুন সিকদার (৩৮), পিতাঃ মোঃ মিন্টু সিকদারকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন যশোর কোতয়ালী থানাধীন সাতমাইল বারীনগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ রানা (৩৫) ও মোঃ হাসান গাজী (৩৫)কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান ও মাহির দায়ান আমিন গ্রেতারকৃত আসামীদ্বয়কে যথাক্রমে ৩ দিনের কারাদন্ড ও ৩০০০ টাকা অর্থদন্ড এবং ৩ দিনের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।