নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (বুধবার) ১৯শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে, উত্তরা সার্কেলের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,০০০(চৌদ্দ হাজার) পিস ইয়াবাসহ মোহাম্মদ হাছান(২৮) পিতা- মৃত: বশির আহমেদ ও মিনু আরা (২৮), স্বামী- মোহাম্মদ হাছানকে হাতেনাতে গ্রেফতার করে। একই টিম অপর অভিযানে , যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আব্দুল মালেক(৪৮), পিতা- মৃত: কালা মিয়া প্রকাশ আব্দুর রহমান ও মোঃ সাঈদ(৩২), পিতা-শামছুল আলমকে হাতেনাতে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৬০০০০০০ (ষাট লক্ষ) টাকা। আসামীগণ কক্সবাজার ও বান্দরবান এলাকার স্থায়ী বাসিন্দা ।
আসামীদের বিরুদ্ধে, উপপরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।