নিজস্ব প্রতিবেদক: আবারো (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক গাঁজা উদ্ধার।
(মঙ্গলবার) ১১ই মার্চ, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, একটি টিম গোপন সংবদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী থানাধীন বারীনগর সাতমাইল বাজারে অভিযান পরিচালনা করে মোছাঃ মনিরা বেগম (৩০), স্বামী- মোঃ সৌরভ হোসেনকে ২ কেজি ৫০০ (দুই কেজি পাঁচশত)গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও অপর অভিযানে কোতয়ালী থানাধীন পুরাতন কসবা লিচুতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ সালমা বেগম (৪০)কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং বেনাপোল পোর্ট থানাধীন রায়পুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ জামাল উদ্দিন (৪১) কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ ও উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কোতয়ালী ও বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক তিনটি নিয়মিত দায়ের করেন বলে জানা যায়।