মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক আবারো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক আবারো গাঁজা উদ্ধার।
(রবিবার) ২৩শে ফেব্রুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, একটি টিম চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের তারিনিবাস কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ পুল্লাদ আলী ফকির (৬২)কে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।