নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর কর্তৃক বিপুল পরিমান মাদক ফেন্সিডিল উদ্ধার।
(সোমবার) ১০ই ফেব্রুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর এর উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম ছাইতান কুড়ি গ্রামে মোঃ মোজাফফর হোসেন এর এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১৬ (তিনশত ষোল) বোতল ফেন্সিডিলসহ মোজাফফর হোসেনের স্ত্রী মোছাঃ ইসমোতারা বেগম (৪০)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ মোজাফফর হোসেন (৪৮)পালিয়ে যায়। উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩২ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।