নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কর্তৃক দেড় কোটি টাকা মূল্যের ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক ও বিজিবি ১১ এবং এনএসআই সহযোগিতায় ২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৯ হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এর নেতৃত্বে একটি বিশেষ টিম (মঙ্গলবার) ১৪ই জানুয়ারী ২০২৫ উখিয়া পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৮০০ (পাঁচ হাজার আটশত) পিস ইয়াবাসহ হামিদুল হক(৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। একইদিনে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাজারস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও ২ টি মোটরসাইকেলসহ মইনুল হক রাকিব (৩৭), মোহাম্মদ আরিফ(৩০), মোঃ মঞ্জু (২৩), মোঃ জুবায়ের হোসেন(২৪)কে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইউসুফ(৩৫) ও সাদ্দাম মাহমুদ (২১)কে ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং (বুধবার) ১৫ই জানুয়ারী ২০২৫ তারিখে খুনিয়া পালং, রামু এবং আসারতলী, নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াবুল হক( চব্বিশ)কে ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং একইদিনে কক্সবাজারের ঝিলংজা, পুলিশ লাইনের বিপরীতে মহাসড়কের উপর অভিযান পরিচানা করে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ নুরুল আমিন ৪৩ ও মো: গিয়াস উদ্দিন (৩৪) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক ৫ টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।