মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক ১২০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক ১২০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার।
(শুক্রবার) ১০ই জানুয়ারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিন) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন ৩২৭/৪/ক দক্ষিন যাত্রাবাড়ী নিউ পূবালী মৎস ভান্ডার নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ ইউনুছ (২৩)কে ১২০০ (একহাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।