মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক – আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
জানা যায়, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর এর উপপরিচালক মোঃ শামীম আহমেদ এর সার্বিক তত্বাবধানে গুলশান সার্কেল পরিদর্শক মোঃ রাসেল আলী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬/০১/২০২৫ রাত ৮টার সময় যাত্রাবাড়ি থানাধীন গোলাপবাগ এলাকাস্থ ২৩/৩ নিউ জান্নাত টেলিকম দোকানের পূর্বপার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে কক্সবাজার টেকনাফের স্হায়ী বাসিন্দা শাহাব উদ্দিন পিতা মৃত গুরামিয়া ও মোঃ আবদুল্লাহ পিতা হাসান আলীকে তল্লাশি করে প্রায় চৌদ্দ লক্ষ টাকা মূল্যের ৪৬৫০ (চার হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে, ঢাকা মেট্রো (দক্ষিন) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে সুত্রাপুর সার্কেল পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম ৫/০১/২০২৫ বিকেল ৪টার সময় চকবাজার থানাধীন ৮১/বি/২ জহির রায়হান রোডস্হ চাঁনখারপুল হোটেল হোয়াইট হাউস এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে টেকনাফের স্থায়ী বাসিন্দা মোঃ সামসুল আলম (২৬) পিতামৃত মোঃ ছালাম ও রশিদ আরাফাত ইয়াছিন (৩০) পিতামৃত আব্দুর রশিদ কে তল্লাশি করে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে চকবাজার থানায় সুত্রপুর সার্কেল পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এবং ৫/০১/২০২৫ সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি থানাধীন জনপথ মোড়স্হ ৪৩/১ সায়দাবাদ এস আর এনার্জি লিঃ সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে সোনাগাঁও নারায়নগন্জের বাসিন্দ মনির হোসেন (৪২) পিতা মৃত আব্দুল মজিদকে তল্লাসি করে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শাহজালাল বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।