মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।
(সোমবার) ২১ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সোনাইমুড়ী থানাধীন মুটবী পশ্চিমপাড়া বড় মিয়া বাড়ির মো: বেলাল হোসেন এর নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে ৮ (আট) কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা ও ১টি মোবাইল ফোনসহ মোঃ বেলাল হোসেন (৪১)কে হাতেনাতে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।