নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(মঙ্গলবার) ১৫ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে, উত্তরা, মিরপুর, রমনা ও গুলশান সার্কেলের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা উত্তর পাড়াস্থ মোঃ জয়নাল এর নিজস্ব তিন তলা বিল্ডিং এর গেইটের সামনে অভিযান পরিচালনা করে মোঃ জয়নাল(৬৬)ও তার দুই ছেলেসহ মোট ৪ জনকে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, মোঃ জয়নাল(৬৬) ও তার ছেলেরাসহ দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল এবং আসামীরা বিভিন্ন কৌশলে তার ব্যাবসা পরিচালনা করে আসছিল। উক্ত পরিবারের বিরুদ্ধে অর্ধশত মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদের ধরা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
নোয়াখালী
(সোমবার) ১৪ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সোনাইমুড়ী থানাধীন রাজিব পুর পশ্চিম পাড়াস্থ ইউসুফ ব্যাপারির বাড়ির বাসিন্দা আবদুল হক কে তার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে ১৪০০(এক হাজার চারশত) পিস ইয়াবাসহ আবদুল হক(৪৭)কে হাতেনাতে গ্রেপ্তার করে। জানা যায়, আসামী তালিকাভুক্ত মাদক কারবারি। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।