মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক মাদকসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক মাদকসহ গ্রেফতার ১
(শনিবার) ১২ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে, যশোর ‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া হরিজনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে রাজেন্দ্র কুমার বাঁশফোড় (৩৬) কে ৫০ (পঞ্চাশ) বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ (এক) বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী বসুন্দিয়া হরিজনপাড়া গ্রামের সূর্য কুমার বাঁশফোড় এর ছেলে।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।