নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ১।
(শনিবার) ১২ই অক্টোবর,২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে , ‘খ’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন স্বরবাংহুদা গ্রামস্থ অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন (৪০)কে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।