নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধার।
(মঙ্গলবার) ৮ই অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে, যশোর ‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানাধীন চৌরাস্তা মোড়স্থ ধর সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশী মদ সহ মোঃ মুরাদ হোসেন (৩৩) ও মোঃ জুবায়ের হোসেন (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।