নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণ কর্তৃক সাঁড়াশি অভিযানে আবারো ঢাকায় ৭ মাদক গডফাদার গ্রেফতার।
(বৃধবার) ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, খিলগাঁও সার্কেলের পরিদর্শক সিদ্দিকুর রহমান এবং উপপরিদর্শক মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে গঠিত একটি টিম ভাটারা থানাধীন সাইদনগর এলাকার ০৯নং রোডের ৪৩নং খান ম্যানশন নামীয় বাসায় অভিযান চালায়। এসময় ১১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ মাসুদ রানা (৫৫) ও নুর ফাতেমা (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কুড়িল চৌরাস্তা এলাকা থেকে একই চক্রের অপর সদস্য ইসমাইল হোসেন (৬৫)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাসুদ রানা (৫৫) ভাটারা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারী ও কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাড্ডা ও ভাটারা থানায় ৭টি মাদক মামলা আছে। সর্বশেষ এ বছরের মে মাসে ইয়াবাসহ গ্রেপ্তার হয়। পরে জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। কক্সবাজারের নুর ফাতেমার মাধ্যমে ঢাকায় ইয়াবা আনে মাসুদ। এই চক্রের অপর সদস্য মোঃ ইসমাইল হোসেন এর মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা পৌঁছে দিতো মাসুদ রানা। মোঃ ইসমাইল হোসেন (৬৫)ও ইতোপূর্বে ১বার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, ডেমরা সার্কেলের উপপরিদর্শক শাওন তালুকদার এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, সবুজবাগ থানাধীন ৩১ অতীশ দীপংকর সড়কে অভিযান পরিচালনা করে মোঃ শুক্কুর (৩৪) ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার আপন ছোট ভাই মোঃ আরিফ হোসেন (২৮) এর নির্দেশে ইয়াবা ডেলিভারির কথা জানায় এবং তার তথ্যমতে রামপুরা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারী আরিফ হোসেন (২৮)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, তালিকাভুক্ত এই শীর্ষ মাদক কারবারী মোঃ আরিফ হোসেন (২৮) কুমিল্লা থেকে ২০১৮ সালের দিকে তার বড় ভাই মোঃ শুক্কুর (৩৪)কে নিয়ে ঢাকার রামপুরা এলাকার তিতাস রোড ও ব্যাংক কলোনী এলাকায় ইয়াবার ব্যবসা শুরু করে। মোঃ আরিফ হোসেন এর বিরুদ্ধে রাজধানীর রামপুরা এবং সবুজবাগ থানায় ইতোপূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ এ বছরের জুলাই মাসে ইয়াবাসহ গ্রেপ্তার হয়। পরে জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক কারবারে জড়ায়। মোঃ শুক্কুর (৩৪)ও ইতোপূর্বে ১বার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল বলে জানা যায়।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বনানী থানধীন রোড নং- ১৭, ব্লক -ই সকাল সন্ধ্যা নামীয় রেস্তোরার সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ( গডফাদার) মোঃ হিরন (৩০) ও মোঃ সবুজ হাওলাদার (২৯)কে ৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।