নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র সাঁড়াশি অভিযানে আবারো ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক গাঁজাসহ গডফাদার গ্রেফতার।
(মঙ্গলবার) ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়,কোতয়ালী সার্কেল কর্তৃক গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতোয়ালী থানাধীন ৫৫/৩ বাঁশিচরন পোদ্দার স্ট্রীট এর ফুলকলি মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত ১ নম্বর গডফাদার শম্ভুনাথ সুর (৪৪)কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এবং কোতোয়ালী থানাধীন ৫১, তাতীবাজারস্থ মাহিন গোল্ড কর্ণার এর সামনে অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত ৫ নম্বর গডফাদার অসিত নন্দী (৪৩)কে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।