নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযানে মাদকের গড ফাদার গ্রেফতার ।
(মঙ্গলবার) ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর নেতৃত্বে সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও সূত্রাপুর সার্কেলের সকল সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম এবং কোতয়ালী সার্কেলের একটি টিম একযোগে রাজধানীর সবুজবাগ থানাধীন ওহাব কলোনী ও মুগদা থানাধীন ওয়াসা রোড এবং কোতয়ালী থানাধীন তাঁতিবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবা এবং ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক চোরাকারবারীর গড ফাদার শম্ভুনাথ সুর (৪৪), পিতাঃ মৃত সুদর্শন সুর, অসিত নন্দী (৪৩), পিতাঃ কার্তিক নন্দী, মো: জসিম উদ্দিন (২৫)পিতাঃ মো: বাদশা শেখ ও শিল্পী বেগম (৩৮), স্বামীঃ মো: সোহেল দেওয়ানকে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোসা: তানিয়া খাতুন (৪৫) পালিয়ে যায়। জানা যায়, ধৃত আসামীরা মাদকের গডফাদার ও চিহ্নিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিপুল পরিমান মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।