মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযানে যশোর কর্তৃক ফেন্সিডিল উদ্ধার।
(মঙ্গলবার) ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর ‘খ’ সার্কেল কর্তৃক একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, শার্শা থানাধীন শ্যামলগাছী মাঝের পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৭) কে ৭৫ (পঁচাত্তর) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ নাসির উদ্দীন (২৮) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক এস, এম, শাহীন পারভেজ বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।