নিজস্ব প্রতিবেদক: চলমান দেশের সংকটময় পরিস্থিতিতেও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব্য ! মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার।
(মঙ্গলবার) ৩০শে জুলাই, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানাধীন বিরামপুর ফকিরার মোড় এলাকাস্থ মোঃ কেরামত আলী মোল্লা ও তার স্ত্রী মোছাঃ সুলতানা এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১৭৫ (একশত পচাত্তর) বোতল ফেনসিডিলসহ মোছাঃ সুলতানা বেগম (৫৩)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ কেরামত আলী মোল্লা (৬০) পালিয়ে যায়। একই দিনে অপর অভিযানে বিরামপুর বাবুপাড়া (কাজীপাড়া) গ্রাম হতে মোঃ ইমরান হোসেন (৩২), পিতা: মৃত জামাল উদ্দিনকে ৫ (পাঁচ) বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ ও উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।