নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদক ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২
(শুক্রবার) ২৯শে নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও মতিঝিল; সার্কেলের পরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম যৌথবাহিনী (সেনাবাহিনী, র্যাব ও পুলিশ) এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে, নারায়ণগঞ্জ বন্দর থানাধীন হরিপুরের কুখ্যাত মাদক কারবারি নুর হোসেন ও ডিশ মনির এর মাদক আস্তানায় অভিযান পরিচালনা করে ১১৭ (একশত সতের) বোতল ফেন্সিডিল ও নগদ ২,০৯,৬০০ (দুই লক্ষ নয় হাজার ছয়শত) টাকাসহ নারায়ণগঞ্জের হরিপুরের কুখ্যাত মাদক কারবারি ডিশ মনির ও মোসা. ফাতেমা বেগম (৩৬) হাতেনাতে গ্রেফতার করে। এসময় অপর আসামী মোঃ নুর হোসেন (৪৫) পালিয়ে যায়।
উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হরিপুর গ্রামে একটি মাদক পাচারকারি চক্রের সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত তথ্য যাচাইকালে জানা যায়, ইতোপূর্বে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এপিবিএন ও পুলিশের সহায়তায় একই বাড়িতে নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল। চক্রটি পুনরায় ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করছে মর্মে গোপন তথ্য পেয়ে যৌথবাহিনী (সেনাবাহিনী, র্যাব ও পুলিশ) এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ০৭ মামলার আসামী মোঃ নুর হোসেন (৪৫) বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তার বসতঘর তল্লাশি করে ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ২,০৯,৬০০ (দুই লক্ষ নয় হাজার ছয়শত) টাকা জব্দ করা হয় এবং মোঃ নুর হোসেন (৪৫) এর প্রধান সহযোগী চিহ্নিত মাদক কারবারি ও ১৩ মামলার আসামী মোঃ মনির ওরফে ডিশ মনির (৫০) এবং অপর সহযোগী তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।