মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১ ।
(সোমবার) ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চৌগাছা থানাধীন দীঘলসিংহা পশ্চিমপাড়া মাশিলা ব্রিজের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ শাকিল হোসেন (২৪)কে ৪৮ (আটচল্লিশ) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতারকরে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।