তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
তবে কী কারণে তাকে আটক করা হলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে থানায় ছুটে গিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।
তিনি সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি আছি। আরশ খানও আছেন। আরও অনেকেই খবর পেয়ে থানায় এসেছি। কিন্তু রিংকুকে কেন আটক করা হলো, সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাচ্ছি না। কেনো পাচ্ছি না, সেটাও বুঝতে পারছি না। এখানে আমরা অনেকটা অসহায় অবস্থায় আছি।”
এদিকে রাফাত মজুমদার রিংকুকে আটকের খবর শুনে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন নাট্যাঙ্গনের মানুষ।
উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল মজুমদার রিংকু পরিচালিত নাটক “রূপান্তর”। এরপরই “ট্রান্সজেন্ডার” ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান নাটকটিতে অভিনয় করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন। শুধু তাই নয়, তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে ১৬ এপ্রিল ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলা হয়। তখন এ বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেছিলেন, “দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি।”
নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।