বেনাপোল থেকে তামজিদ হোসেন, ১৪ই ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর কর্তৃক যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন তালবাড়িয়া হাই স্কুল মাঠে “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪” অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন ‘গুড মর্নিং এফসি ক্লাব, যশোর’ বনাম ‘তালবাড়িয়া যুবসংঘ ফুটবল একাদশ’। ম্যাচে বিজয়ী হয় ‘তালবাড়িয়া যুবসংঘ ফুটবল একাদশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হায়দার, উপাধ্যাক্ষ, তালবাড়িয়া ডিগ্রী কলেজ, মোঃ ইবাদত খান, সহকারী অধ্যাপক, তালবাড়িয়া ডিগ্রী কলেজ, মাওঃ ইসতিয়াক আহমেদ, সুপার, তালবাড়িয়া হোসাইনিয়া মাদ্রাসা, মোঃ ওসমান গনি, প্রধান শিক্ষক, তালবাড়িয়া হাই স্কুল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শাহনাজ পারভীন, অধ্যক্ষ, তালবাড়িয়া ডিগ্রী কলেজ। খেলা শেষে মাদকবিরোধী বক্তব্য প্রদান, মাদকবিরোধী শপথ পাঠ ও পুরস্কার বিতরণ করা হয়।