সোমবার, ২৩ জুন ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ট্রাম্প
পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ট্রাম্প

পাকিস্তানিদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।  খবর সামাটিভির।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ‘

ট্রাম্পের মতে, ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে।  তিনি বলেন, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এরা (ভারত ও পাকিস্তান) ছোট শক্তি নয় – তারা প্রধান পারমাণবিক শক্তি। ‘

তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন।  তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে।  যোগাযোগ চলছে। ‘

ট্রাম্প বলেন, ‘তারা (পাকিস্তান) আমাদের সাথে বাণিজ্য করতে চায়। ‘

তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে।

ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’

তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান।  তার ভাষায়, ‘আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সাথে যোগাযোগ করতে বলেছি। ‘

মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন।  তিনি বলেন,

‘আমরা উভয় দেশকে বলেছিলাম, আমাদের বাণিজ্য করা উচিত। ‘

একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী।

এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে আমরা রাশিয়ার ওপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব। ’

আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,  ‘এটি সবচেয়ে বড় সাফল্য – এটি স্বীকার করা উচিত। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL